কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের টিকিটধারীদের থাকার জন্য নতুন নানা ধরণের বিকল্প ব্যবস্থা প্রস্তুত করেছে কাতার।এখন থেকে হোস্ট কান্ট্রি অ্যাকোমোডেশন পোর্টালে গিয়ে ফুটবলভক্তরা নিজেদের ইচ্ছেমতো হোটেল বা অন্যান্য আবাসন বিকল্পগুলো থে কে পছন্দের একটি বেছে নিতে পারেন >এই পোর্টালে ২০২২ কাতার বিশ্বকাপ দেখতে আসা ভক্তদের জন্য আবাসনের বিভিন্ন বিকল্প ব্যবস্থা রয়েছে।
বিশ্বকাপের টিকিট কিনেছেন যারা, তারা কাতারের বিভিন্ন ফ্যান ভিলেজগুলোকেও নিজেদের আবাসন হিসাবে বেছে নিতে পারেন।বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার পাশাপাশি ফ্যান ভিলেজগুলোতে আছে কেবিনে থাকার সুব্যবস্থা। এ ছাড়া আর ও আছে বিভিন্ন ধরনের ব্যক্তিগত হলিডে হোম সু বিধা।নতুন বাসস্থানগুলো বিভি ন্ন ধরণের বাজেটে ভাড়ার জন্য তৈরি করা হয়েছে। দ র্শকরা নিজেদের বাজেট অনু যায়ী বাসস্থান ভাড়া করতে পারবেন।শুরু থেকেই কাতার ফুটবল ভক্তদেরকে একটি অসাধারণ টুর্নামেন্ট উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো, আর তা এখন বাস্তব করে দেখাচ্ছে এই দেশ।
সেই প্রতিশ্রুতি পূরণে বিভিন্ন বাজেটের বিভিন্ন আবাসন বিকল্প তৈরি করা হয়েছে আগত অতিথিদের জন্য।