মালয়েশিয়ায় ঈদের সকালে বাংলাদেশিকে লাশ হতে হলো আরেক বাংলাদেশির হাতে। হত্যাকান্ডের ঘটনায় ৭ বাংলাদেশিকে আটক করে ৭ দি নের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবা দ করেছে পুলিশ। তবে মুল সন্দেহে ভাজন পালিয়ে গেছে।নিহত বাংলাদেশীর শরীরে পাঁচটি ছুরিকাঘাতের ক্ষত পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে কোনো অস্ত্র পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে পেরাকের সিটিওয়ান এলাকায়।মানজুং জেলা পুলিশের সহকারী কমিশনার নর ওমর সাপ্পি বলেছেন, সকাল ৫ টার দিকে একটি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় ৩৯ বছর একজন বাংলাদেশির মরা দেহ পড়ে আছে। নিহতের শিকার বাংলাদেশী একটি কারখানায় কর্মরত ছিলেন।
তিনি আরও বলেন,প্রাথমিক তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডের শিকার ও হত্যাকারী একই কারখানায় কর্মরত ছিলেন। যে হত্যাকাণ্ড টি ঘটিয়েছে তার বয়স ২৬ বছর। তবে পুলিশ হত্যার শিকার বাংলাদেশী ও হত্যা কান্ডে জড়িতের নাম প্রকাশ করেনি। মূল সন্দেহভাজন পালিয়ে গেছে এবং তদন্তে সহায়তা করার জন্য সাত বাংলাদেশীকে আটক করা হয়েছে ।সহকারী পুলিশ সুপার ওমর ব লেন, ঘটনার কারণ ও উদ্দেশ্য এখনো তদন্তাধীন রয়েছে। ভিকটিমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইপোহ রাজা পারমাইসুরি বাইনুন হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সাধারণ মানুষকে তদন্তে সহায়তা করা র জন্য ০১২৫০৭৭০২৬ মোবাইল নাম্বার যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।