





কাতারস্হ বাংলাদেশ দূতাবাস থেকে একটি জরুরী বিজ্ঞপ্তি।কাতারের আজকের খবর।বিস্তারিত জানুন নিচের ভিডিওতে
নিউজটি ভিডিও আকারে দেখতে এখানে ক্লিক করুন






আরো পড়ুন;;কাতারে পুরনো নোট চলবে না। পুরানো রিয়াল বা নোট বিনিময়ের সময়সীমা আজ শেষ হচ্ছে। কাতার ন্যাশনাল ব্যাংক তা টুইট করে জানিয়েছেন। কাতার ন্যাশনাল ব্যাংকের নির্দেশ অনুসারে চতুর্থ সংস্করণের নোট বিনিময়ের সময়সীমা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।






ব্যাঙ্কের শাখা, এটিএম, আইটেম এবং ডিপোজিট মেশিন থেকে এমনকি পুরানো নগদ শুধুমাত্র আজ পর্যন্ত জমা করা যাবে। আগামীকাল থেকে পুরনো নোট চলবে না।






আগেই বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদেরকে জানানো হয়েছে, কাতারি রিয়ালের পুরানো নোট গ্রহণ ও এর বিনিময়ের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২১, শুক্রবার। কাতার কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুযায়ী আজ ৩১ ডিসেম্বরের পর থেকে পুরানো রিয়াল নোটের সবরকম লেনদেন বন্ধ করে দেওয়া হবে।