





কাতারে পেট্রোল ও ডিজেলের দামে সুখবর, চলতি মাসে তেলের দাম বাড়েনি
ডিসেম্বর মাসের তুলনায় কাতারে নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে জ্বালানি তেলের দাম বাড়ায়নি কর্তৃপক্ষ। ফলে সুপার ও প্রিমিয়াম গ্রেডের পেট্রোল এবং ডিজেল জানুয়ারি মাসেও বিক্রি হবে ডিসেম্বর মাসের দামে।






এই হিসেবে জানুয়ারি মাসে প্রতি লিটার পেট্রোল প্রিমিয়াম (আদি) বিক্রি করা হবে ২ রিয়ালে। আর সুপার পেট্রোল বিক্রি হবে ২.১০ রিয়ালে। অন্যদিকে, ডিজেল বিক্রি হবে প্রতি লিটার ২.০৫ রিয়ালে।
এর আগে ডিসেম্বর মাসে তেলের দামে কোনো পরিবর্তন হয়েছিল না। ফলে নভেম্বর ও ডিসেম্বর মাসে একই দামে চলেছে। গতমাসে কাতার জ্বালানি কর্তৃপক্ষ জানায়, পেট্রোল ও ডিজেল দুটোরই দাম ডিসেম্বর মাসে একই থাকবে।






কাতার থেকে বাংলাদেশে বা অন্য যে কোনো দেশে যেতে হলে করাতে হয় পি’সিআর টেস্ট। সেজন্য প্রবাসীদের জেনে রাখা উচিত, কোথায় গেলে সবচেয়ে অল্প সময়ে এই টে’স্টের রেজাল্ট পাওয়া যায়। কারণ, কখনো কখনো কারও হয়তো জরুরি ভিত্তিতে দেশে যাওয়া লাগতে পারে।






সেক্ষেত্রে যদি এমন কোনো ক্লিনিকে পি’সিআর টেস্ট করানো হয়, যেখানে পরদিন রেজাল্ট আসবে, তবে ওই প্রবাসী বিড়’ম্বনায় পড়তে পারেন। জানা গেছে, কাতারে বর্তমানে সবচেয়ে দ্রুত ক’রো’না টেস্ট (পিসিআর) করানো হয়ে থাকে সিদরা মেডিসিন হাসপাতালে।
আলরাইয়ানে অবস্থিত এই হাসপাতালে এখন থেক পি’সিআর করাতে হবে অনলাইনে বুকিং দিয়ে। সিদরা কর্তৃপক্ষ জানায়, এই হাসপাতালে তিন ধরণের খরচে পি’সিআর টেস্ট করানো যায়। নিচে তা উল্লেখ করা হলো:
১৬০ রিয়াল: এই দামে পিসিআর টেস্ট করালে সর্বোচ্চ ১৮ ঘন্টার মধ্যে রেজাল্ট পাওয়া যায়। তবে এর আগেও পাওয়ার সম্ভাবনা রয়েছে।
৩০০ রিয়াল: এই দামে পিসিআর টেস্ট করালে সর্বোচ্চ ৮ ঘন্টায় রেজাল্ট পাওয়া যায়। তবে অবশ্যই সন্ধ্যা ৬টার আগে নমুনা জমা দিতে হবে।
৬৬০ রিয়াল: এই দামে পিসিআর টেস্ট করালে সর্বোচ্চ ৩ ঘন্টায় রেজাল্ট পাওয়া যায়। তবে নমুনা রাত ১০টার আগে জমা দিতে হবে। সিদরায় টেস্ট করালে রেজাল্ট আপনার ইমেইলে চলে আসবে। তাই দ্বিতীয়বার সেখানে গিয়ে রেজাল্ট আনতে হবে না। বুকিং দেওয়ার জন্য অনলাইনে এখানে লিংক ক্লিক করুন। তথ্যঃ গালফ বাংলা।